দিল্লিতে সকাল সকাল বোমাতঙ্ক । রাজধানীর একাধিক স্কুল উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ । পুলিশ সূত্রে খবর, হুমকি মেইল পাঠানো হয়েছে মোট ১০টি স্কুলে । খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলগুলি । ইতিমধ্যেই স্কুলগুলিতে পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াড । চলছে চিরুনি তল্লাশি ।
নয়ডা, দ্বারকার দিল্লি পাবলিক স্কুল এবং বসন্ত কুঞ্জ, ময়ুর বিহারের মাদার ম্যারি স্কুল, সংস্কৃতি স্কুল, পুষ্প বিহারের অ্যামিটি স্কুল এবং সাউথ ইস্ট দিল্লির ডিএভি স্কুল বোমা হুমকির অভিযোগ উঠেছে । ওই স্কুলগুলিতে উড়ো ইমেল মারফত হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ । ইমেলে লেখা ছিল, একের পর এক বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে স্কুলগুলি ।
ইমেল পেতেই স্কুল কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে স্কুল খালি করার নির্দেশ দেয় । বম্ব স্কোয়াড ও দমকল বাহিনীও পৌঁছেছে ইতিমধ্যে । চলছে তল্লাশি । যদিও এখনও কোনও বোমা উদ্ধার হয়নি ।
এদিকে, বোমা হুমকির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে । এর আগে ফেব্রুয়ারিতে আর কে পুরমের একটি স্কুলে একই ধরনের বোমার হুমকির অভিযোগ উঠেছিল ।