বঙ্গে সুষ্ঠভাবে ভোট করতে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর দাবি আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। এবার নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে আসতে চলেছে তারই দেড়শো কোম্পানি। শনিবার এক বিবৃতিতে কমিশন জানিয়েছেন, পয়লা মার্চ রাজ্যে আসছে ১০০ কোম্পানি। তার সাতদিন পর আরও ৫০ কোম্পানি বাহিনী রাজ্যে পাঠানো হবে। রাজনৈতিক মহলের মতে, কমিশনের এই সিদ্ধান্ত নজিরবিহীন।
এর পাশাপাশি, কমিশনের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, বদলির ক্ষেত্রে পুলিশ আধিকারিকদের একই লোকসভা কেন্দ্রে পাঠাতে পারবে না রাজ্যগুলি। আগামী ৩ মার্চ আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পয়লা মার্চ রাজ্যে আসছে ২০ কোম্পানি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ৫০ কোম্পানি সীমান্তরক্ষী বাহিনী, ১০ কোম্পানি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ১০ কোম্পানি সশস্ত্র সীমা বল এবং ১০ কোম্পানি ইন্দো-তিব্বত সীমান্ত বাহিনী।