সুপ্রিম নির্দেশকে মান্যতা। বিলকিস বানু মামলায় গোধরার জেলে ফের আত্মসমর্পণ করলেন ১১ জন অভিযুক্ত। গুজরাত পুলিশ জানিয়েছে, রবিবার রাত ১১টার মধ্যেই তাঁরা আত্মসমর্পণ করেছেন। গত ৮ জানুয়ারি বিলকিস মামলায়, গুজরাত সরকারের নির্দেশ খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছিল, এই মামলায় নতুন করে শুনানি হবে। এবং ওই ১১ জনকে জেলেই থাকতে হবে।
বাড়ি ও ব্যক্তিগত কাজের অজুহাত খাড়া করেছিলেন অভিযুক্তরা। এই ব্যাপারে সুপ্রিম কোর্টে তাঁরা পাল্টা আবেদনও করেছিলেন। কিন্তু গত শুক্রবার সেই আবেদন খারিজ হয়ে যায়। স্পষ্ট নির্দেশে তাঁদের আত্মসমর্পন করতেই বলা হয়। সেই মতো রবিবার রাতে ফের গোধরা জেলে ফিরে এলেন ওই ১১ জন অভিযুক্ত।
বিলকিস গণধর্ষণ মামলায় দোষী ১১ জনকে ২০২২ সালের ১৫ অগস্ট মুক্তি দিয়েছিল গুজরাত সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের গিয়েছিলেন নির্যাতিতা। গত ৮ জানুয়ারি এই মামলার রায় দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে দোষী ১১ জনের মুক্তির সিদ্ধান্তকে এক্তিয়ারভুক্ত বলে উল্লেখ করে।