প্রত্যেক দিনের সঙ্গেই জড়িয়ে থাকে ইতিহাস। ১১ ডিসেম্বরের সঙ্গেও অনেক ইতিহাস জড়িয়ে। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সঙ্গে জুড়ে আজকের ইতিহাস। ১৯৪৬ সালে ভারতীয় সংবিধান সভার স্থায়ী অধ্যক্ষ হন তিনি। দুদিন আগে এই সভার অধ্যক্ষ ছিলেন সচ্চিদানন্দ সিনহা। ভারতীয় সংবিধানের খসড়া তৈরিতে তাঁর ভূমিকা অন্যতম। দুবার দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি।
১১ ডিসেম্বর তৈরি হয় UNICEF। ১৯৪৬ সালে তৈরি হয় এই সংযুক্ত রাষ্ট্রসঙ্ঘের এই সংস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর হত্যালীলার পর শিশু ও মহিলাদের পাশে দাঁড়াতেই এই সংগঠনটি তৈরি হয়। পোল্যান্ডের চিকিৎসক লুডহিক রোশমন UNICEF গঠনে অগ্রনী ভূমিকা পালন করেন। ১৯৬৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ইউনিসেফকে।
১১ ডিসেম্বরের সঙ্গে জুড়ে ট্র্যাজেডি কিং দিলীপ কুমারের নাম। এই দিনই পাকিস্তানের পেশোয়াড়ে জন্ম হয় মহম্মদ ইউসুফ নামে। ৭ জুলাই, ২০২১ সালে প্রয়াত হন বলিউড তারকা। ১৯৬৬ সালে শায়রা বানুর সঙ্গে বিয়ে হয় দিলীপ কুমারের। সেই সময় দিলীপ কুমারের বয়স ছিল ৪৪ বছর। ২২ বছরের ছিলেন শায়রা বানু।