স্বাধীনতার পর দেশের প্রথম আধুনিক বাষ্পচালিত জাহাজ জলউষা। ১৯৪৮ সালে এই দিনেই বিশাখাপত্তনম থেকে প্রথম যাত্রাশুরু হয় জলউষার। সিন্ধিয়া স্টিম নেভিগেশন কম্পানি লিমিটেড এই জাহাজটি বানিয়েছিল। বর্তমানে এই সংস্থার নাম হিন্দুস্তান শিপওয়ার্ড লিমিটেড।
২০১১ সালে ১১ মার্চ। জাপানের প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে সুনামি। সুনামির প্রভাবে জাপানে চরম ক্ষয়ক্ষতি হয়। জাপানের তোহাকুর কাছে তীব্র ভূমিকম্প হয়। তীব্রতা ছিল ৯ ম্যাগনিটিউড। এই ভূমিকম্পের পরই সুনামি হয়। মৃত্যু হয় জাপানের ১৫ হাজার নাগরিকের।
ঠাকুর পরিবারের সদস্য রমানাথ ঠাকুরের সঙ্গে জড়িয়ে ১১ মার্চ। কলকাতার টাউন হলে তাঁর মূর্তি প্রতিষ্ঠিত হয়। দেশে প্রথম কোনও ব্যক্তির মূর্তি স্থাপিত হয়েছিল কলকাতায়।