বিলকিস বানো মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল গুজরাত সরকার। সোমবার বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। ফলে ১১ জনকেই ফিরতে হবে জেলে। ২০২২ সালের ১৫ অগাস্ট, বিলকিসের ঘটনায় ১১ জনকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছিল গুজরাত সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিলকিস বানো। এদিন শীর্ষ আদালত জানিয়েছে, বিলকিসের এই চ্যালেঞ্জ যুক্তিযুক্ত। এবং এই মামলায় শুনানি চলবে।
আজ থেকে ২২ বছর আগে গুজরাত হিংসার সময় দাহোড় জেলার দেবগড়ে হামলা চালানো হয় বিলকিসের উপরে। তাঁর উপর অত্যাচার করা হয়েছিল। তাঁর চোখের সামনে খুন করা হয়েছিল মেয়েকে। ২০০৮ সালে মোট ১২ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত। এই ঘটনাকে বিরত থেকে বিরলতম অপরাধ বলে উল্লেখ করে ছিল আদালত।
কিন্তু ২০২২ সালে গুজরাত সরকার এই ১১ জনের মুক্তির ঘোষণা করতেই তাতে সোরগোল পড়ে যায়। গুজরাত সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যান বিলকিস। সেই শুনানিতেই সোমবার এই নির্দেশ দেশের শীর্ষ আদালতের।