গ্রামের রাস্তায় একা পেয়ে মাত্র ১২ বছরের বালকের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন করে দিল পথ কুকুরের দল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলীর সিবি গঞ্জ এলাকার খানা গাঁথিয়া গ্রামে।
জানা গিয়েছে, মঙ্গলবার অয়ন নামের এক বালক বন্ধুদের সঙ্গে রাস্তায় খেলছিল। আচমকাই পথ কুকুরের একটি দল তাদের ধাওয়া করে। বন্ধুরা এদিকে ওদিকে ছুটে পালিয়ে গেলে অয়নের পিছু নেয় পথ কুকুরের দলটি।
কিছু ক্ষণ দৌড়লেও হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় অয়ন। এরপরেই তার উপর ঝাঁপিয়ে পড়ে পথ কুকুরের দলটি। আঁচড়ে-কামড়ে ছিন্নভিন্ন করে দেয় তার গোটা শরীর।
কয়েক জন পথচারী অয়নকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও মৃত্যু হয় তার। এই ঘটনায় আহত হয়েছে অন্য এক শিশুও। তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।