অযোধ্যার রামমন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। তার আগে শনিবার আলিগড় থেকে অযোধ্যায় এল ৪০০ কেজির একটি তালা। জানা গিয়েছে, এটি বিশ্বের সবথেকে বড় তালা। এদিন হায়দরাবাদ থেকে অযোধ্যায় এসে পৌঁছেছে ১২৬৫ কেজি লাড্ডু প্রসাদ।
আলিগড়ের দম্পতি সত্য প্রকাশ শর্মা ও তাঁর স্ত্রী রুক্মিনী শর্মা দুবছর আগে এই তালা তৈরি করেন। আলিগড়ের নোরাঙ্গাবাদ এলাকার বাসিন্দা তাঁরা। সম্প্রতি প্রয়াত হয়েছেন সত্য প্রকাশ শর্মা। তাঁর স্ত্রী এই তালা অযোধ্যা মন্দিরের উদ্দেশে উপহার দিয়েছেন।
লাড্ডু প্রসাদ এসেছে হায়দরাবাদ থেকে। হায়দরাবাদের শ্রী রাম ক্যাটারিং সার্ভিস এই লাড্ডু তৈরি করেছে। ক্যাটারিং সার্ভিসের মালিক নাগাভূষানাম রেড্ডি জানিয়েছেন, পরিবার ও ব্যবসার সাফল্যের জন্যই এই প্রসাদ পাঠিয়েছেন। প্রতিদিন অযোধ্যায় ১ কেজি লাড্ডু পাঠাতে চান বলেও জানিয়েছেন তিনি।