বুধবার সন্ধেবেলায় উত্তরপ্রদেশের কুশিনগরের এক গ্রামে (Kushinagar well mishap) একটি মর্মান্তিক দুর্ঘটনায় ১১ জন কিশোরী ও প্রাপ্তবয়স্ক মহিলা সহ মোট ১৩ জন নিহত ও ১০ জন আহত হলেন। 'গায়ে-হলুদ' অনুষ্ঠান চলার সময় একটি কুয়োর মধ্যে আচমকা পড়ে যান প্রায় ত্রিশজন মানুষ।
আরও পড়ুন: হিন্দু হস্টেল খোলার দাবি, রাতভর প্রেসিডেন্সিতে পড়ুয়ারা
তাঁরা সকলেই 'গায়ে-হলুদ' অনুষ্ঠান (well mishap in Kushinagar during 'Haldi' ceremony) উপলক্ষে ওই কুয়োর কাছে জড়ো হয়েছিলেন। যে চাঙড় দিয়ে কুয়োটি ঢাকা ছিল, সেটি ভেঙে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ভয়াবহ চিৎকার শুনতে পেয়ে গ্রামবাসীরা দৌড়ে আসেন ওই কুয়োর কাছটিতে। তারপর একে একে উদ্ধার করেন নিহত এবং আহতদের।
নিবুয়া নৌরাঙ্গিয়ার গ্রামে (Nibua Naurangia village in UP's Kushinagar) আয়োজিত ওই বিবাহ-আসরের দুর্ঘটনায় আহত ও নিহতদের মধ্যে সকলেই আয়োজক পরিবারের প্রতিবেশি ও আত্মীয়।