সরকারি হাসপাতালে ব্লাড ট্রান্সফিউশনের পর একসঙ্গে ১৪ জন শিশুর কেউ এইচআইভি পজিটিভ, কেউ আবার হেপাটাইট্টিস আক্রান্ত। কানপুরের লালা লাজপত রাই হাসপাতালের ঘটনায় রীতিমতো সাড়া পড়ে গিয়েছে।
এইচআইভি, হেপাটাইসিস-বি, হেপাটাইসিস-সি-তে আক্রান্ত হল কমপক্ষে ১৪টি শিশু। ওই থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ায় নিয়মিত ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হতো।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রক্তদানের সময় যে সব সংক্রামক রোগের পরীক্ষা করা হয়, তা নিয়ম মেনে করা হয়নি। এরফলেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুরা হেপাটাইটিস, এইচআইভির মতো রোগে সংক্রমিত হয়। তবে এখনও অবধি সংক্রমণের উৎস পাওয়া যায়নি। আপাতত হেপাটাইটিস আক্রান্ত রোগীদের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে স্থানান্তর করা হয়েছে।