প্রত্যেকটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস। ১৪ জানুয়ারির সঙ্গে ইতিহাস জড়িয়ে। আফগান শাসক আহমেদ শাহ আবদালির সেনা ও মারাঠা সাম্রাজ্যের মধ্যে ১৭৬১ সালে শেষ হয় তৃতীয় পানিপথের যুদ্ধ। এই যুদ্ধে হারতে হয় মারাঠাকে। সেনাপতি ছিলেন সদাশিব রাও। এই যুদ্ধে হারের পরই মারাঠা সাম্রাজ্যের পতন শুরু হয়।
এই দিনটির সঙ্গে জড়িয়ে উর্দু ভাষার শায়ের কাইফি আজমির নাম। উত্তরপ্রদেশের আজমগড়ে ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি। বিংশ শতাব্দীর দেশের অন্যতম কবি ছিলেন কাইফি আজমি। শায়েরি ও কবিতার পাশাপাশি হিন্দি চলচ্চিত্রের জন্য কিছু গজল ও গান লিখেছিলেন তিনি।
ব্রিটিশ জ্যোতিষশাস্ত্রবিদ এডমন্ড হ্যালির প্রয়াণ দিবস ১৪ জানুয়ারি। ১৭০৫ সালে তিনি প্রথম একটি ধুমকেতুর বিষয়ে প্রকাশ্যে আনেন। তাঁর নামেই ধূমকেতুর নামকরণ হয়। ৭৬ বছরে একবার দেখা যায় হ্যালির ধুমকেতু।