প্রত্যেকটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস। ১৫ জানুয়ারি, এই দিনটির সঙ্গে জড়িয়ে ভারতীয় সেনার ইতিহাস। ১৫ জানুয়ারি ভারতীয় সেনা দিবস। ১৯৪৯ সালে ব্রিটিশ কমান্ডার ইন চিফ জেনারেল ফ্রান্সিস বুচার ১৫ জানুয়ারি ভারতীয় সেনার হাতে এই সেনাবাহিনীর দায়িত্ব তুলে দেন। ওই সময় ভারতীয় সেনায় প্রায় ২ লক্ষ সৈনিক ছিল। ভারতীয় সেনাবাহিনীর কাছে ওই মুহূর্ত খুবই গর্বের।
১৫ জানুয়ারির সঙ্গে ইতিহাস জড়িয়ে। এই দিনই তৈরি হয়েছিল উইকিপিডিয়া। ২০০১ সালে ১৫ জানুয়রি উইকিপিডিয়ার জন্ম হয়। জিমি ডোনাল ওয়েলস ও ল্যারি সাঙ্গের এই উইকিপিডিয়ার প্রতিষ্ঠা করেন।
১৫ জানুয়ারির সঙ্গে জড়িয়ে মর্মান্তিক ইতিহাসও। এদিন নেপালে ভূমিকম্প হয়েছিল। ১৯৩৪ সালে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ১১ হাজার মানুষ।নষ্ট হয়েছিল হাজার হাজার প্রাচীন ইমারত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৪ ম্যাগনিটিউড।