পেটে ব্যথা নিয়ে হাসপাতালে গিয়ে শিশুর জন্ম দিল ১৫ বছরের এক কিশোরী । ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে । রাজস্থানের বাঁশওয়াড়া জেলার ঘটনা ।
জানা গিয়েছে, ওই কিশোরী অসুস্থ বোধ করছিল । পেটে ব্যথা হচ্ছিল তার । এরপরই তাকে বাঁশওয়ারার একটি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই চিকিৎসকরা জানান, ওই কিশোরী অন্তঃসত্ত্বা । তার পরেই সে একটি পুত্র সন্তানের জন্ম দেয় । মেয়েটি নাবালিকা হওয়ায় পুলিশ ধর্ষণের মামলা দায়ের করেছে । স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে উঠেছে ।
অন্যদিকে,এরকমই একটি ঘটনা ঘটেছে রাজস্থানের দুঙ্গারপুর জেলায় । সেখানেও ১৫ বছরের একটি মেয়ে শিশুর জন্ম দিয়েছে । যদিও, সেই বাচ্চাটা বাঁচেনি বলে জানা গিয়েছে ।