উত্তর সিকিমে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ১৬ জন ভারতীয় জওয়ানের৷ ঘটনাটি ঘটে সিকিমের জেমায়। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, রাস্তার বাঁক দিয়ে ঘোরার সময় পিছলে যায় জওয়ানদের ট্রাক। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ, চারজন আহত সেনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ভাগ্যবশত, তিনজন ভারতীয় জুনিয়র কমিশনড অফিসার এবং ১৩ জন সৈনিক দুর্ঘটনায় আহত হয়ে মারা যান। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।