প্রত্যেক দিনের সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাসের নানা অংশ। ১৮ ডিসেম্বরের সঙ্গেও সেভাবে জড়িয়ে দেশ-বিদেশের ইতিহাস। ক্রিকেট সাম্রাজ্যে এই দিন অভিষেক হয় সচিন রমেশ তেন্ডুলকরের। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ব্যাট হাতে ক্রিজে নামেন সচিন রমেশ তেন্ডুলকর। প্রথম ম্যাচে ০ রানেই ফেরেন সচিন। ওয়ানডে ক্রিকেটে ১৮,৪২৬ রান করেন সচিন। ৪৯তম সেঞ্চুরি করেন সচিন।
১৮ ডিসেম্বর মার্কসবাদের অন্যতম নেতা জোসেফ স্তালিনের জন্মদিবস। জর্জিয়াতে জন্ম হয় তাঁর। অত্যন্ত গরীব পরিবারে জন্ম হয়েছিল তাঁর। ১৯০৫ সালে প্রথম গেরিলা যুদ্ধে অংশ নেন তিনি। ১৯০৭ সাল থেকে রাশিয়ান বিপ্লবে অংশ নেন তিনি। সোভিয়েত ইউনিয়ন ছাড়াও কমিউনিস্ট বিশ্বে স্তালিনের প্রভাব অনস্বীকার্য।
১৯৬০ সালে প্রথম জাতীয় সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়। দিল্লির এই সংগ্রহশালার উদ্বোধন করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। ১৯৮৯ সালে এর দ্বিতীয় ভাগের কাজ সমাপ্ত হয়েছিল।