১৮ বছর বয়স! কবির ভাষায় বলতে গেলে কী দুঃসহ স্পর্ধা। অন্ধ্র প্রদেশের রামু আরও একবার বুঝিয়ে দিয়ে গেলেন। গাছ বাঁচাও জল বাঁচাও, এই বার্তা নিয়েই ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন রামু। সারা দেশ ঘুরে ঘুরে মানুষের কাছে পৌঁছে দেবেন পরিবেশকে সুস্থ রাখার বার্তা। সঙ্গী বলতে দু-চাকার বাহন, যার সামনে সদাই উড়ছে তিরঙ্গা।
গত বছর ৬ অক্টোবর যাত্রা শুরু হয় রামুর, তখনও সাবালক হতে দিন কুড়ি দেরি। আঠেরোর জন্মদিন কেটেছে পথেই। দেশের নানা রাজ্য তো বটেই, পড়শি নেপালও ছুয়ে এসেছেন রামু। ছোটবেলার নেশার ওপর ভর করে কখন পেরিয়েছে ১৯ হাজার কিলোমিটার।
মঙ্গলবার বিহার থেকে কলকাতা এসে পৌঁছেছেন রামু। পথে দেখা হয়ে গেছে এডিটরজি বাংলার সঙ্গে। বাংলার আতিথেয়তায় মুগ্ধ রামুর পরবর্তী গন্তব্য ভুবনেশ্বর।
চোখে অনেক স্বপ্ন নিয়ে, বেরিয়ে পড়েছেন রামু। সুকান্ত হলে রামুকে দেখে নিশ্চয়ই বলতেন 'এ দেশের বুকে আঠেরো আসুক নেমে।