প্রত্যেকটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস। ১৯ জানুয়ারি, দিনটির গুরুত্ব ইতিহাসে অনেক। এইদিন দেশ পেয়েছিল প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আর কী হয়েছিল এই দিন।
১৯৬৬ সালের ১৯ জানুয়ারি ঐতিহাসিক দিন। এদিন দেশের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইন্দিরা গান্ধী। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী বিমান দুর্ঘটনায় মৃত্যুর পরই দেশের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী নির্বাচিত হন গুলজারি লাল নন্দা। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর নাম মনোনীত করেন কংগ্রেস নেতারা।
ধর্মগুরু রজনীশ ওশোর প্রয়াণ দিবস ১৯ জানুয়ারি। মহারাষ্ট্রের পুনেতে প্রয়াত হন তিনি। এখনও তাঁর মৃত্যু রহস্য হয়ে আছে। কীভাবে তাঁর মৃত্যু হয়, তা কেউ জানেন না। ওশোর ভাবধারা ভারতীয় সমাজের সঙ্গে মিলত না। আমেরিকায় তাঁর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের অভিযোগে গ্রেফতারও করা হয়। পরে যদিও ছেড়ে দেওয়া হয়। এরপরই ভারতে ফিরে আসেন ওশো। বলা হয়, আমেরিকায় জেলে থাকাকালীন তাঁকে স্লো-পয়জন দেওয়া হয়েছিল।
১৯ জানুয়ারির সঙ্গে জড়িয়ে মহাকাশবিজ্ঞানের ইতিহাসও। ২০০৬ সালে এই দিন প্লুটো নিয়ে মিশন শুরু করে নাসা। যার নাম ছিল মিশন নিউ হরাইজেন।