কেন্দ্রীয় সরকারি চাকরি খোঁজেন দেশের অধিকাংশ চাকরিপ্রার্থী। আর সেই কেন্দ্রীয় সরকারি চাকরির (Central gov Job) ক্ষেত্রেই ফাঁকা প্রায় ১০ লক্ষ আসন। যার সিংহভাগটাই রয়েছে রেলে (Indian Railway)। বর্তমানে রেলে শূন্যপদের সংখ্যা প্রায় ২.৯৩ লক্ষ। শূন্যপদের নিরিখে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে প্রতিরক্ষা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
কর্মসংস্থানের প্রশ্নে বিজেপি সরকারের মনোভাব বুঝতে পেরে মুখ ফিরিয়েছে বেকার যুবক-যুবতীরা। ফলে ২০২৪ লোকসভার ( আগে তাদের মন পেতে বিভিন্ন জায়গায় 'রোজগার মেলা' শুরু করেছে মোদী (2024 Lok sava Poll) সরকার। আপ সাংসদ সঞ্জয় সিংহের উত্তরে কর্মিবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, বর্তমানে গোটা দেশে সরকারি চাকরিতে ৯,৭৯,৩২৭টি পদ খালি রয়েছে।
আরো পড়ুন- হলভর্তি ছাত্রী দেখে জ্ঞান হারিয়ে হাসপাতালে বিহারের ছাত্র, সংজ্ঞা ফিরতেই আবার জ্বর!
যদিও কেন্দ্র সরকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের প্রশ্নে যে সদর্থক ভূমিকা নিচ্ছে, তাও জানান জিতেন্দ্র সিংহ।