প্রত্যেক দিনের সঙ্গে জড়িয়ে একাধিক ইতিহাস। ২ ডিসেম্বর তেমনই একটি দিন। এই দিন মুম্বইয়ে তৈরি হয় গেটওয়ে অফ ইন্ডিয়া। বিশ্বের কাছে পরিচিত এই গেটওয়ে অফ ইন্ডিয়া। কিন্তু কেন এই সিংহদরজা করা হয়েছিল। ১৯১১ সালে ২ ডিসেম্বর ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ ও কুইন মেরি প্রথমবার ভারতে আসেন। তাঁদের অভ্যর্থনা জানাতেই তৈরি হয় এই প্রবেশদ্বার গেটওয়ে অফ ইন্ডিয়া।
চিকিৎসা বিজ্ঞানের জগতে ২ ডিসেম্বরের ভূমিকা অনেকটাই।এই দিনই ১৯৮২ সালে প্রথমবার কৃত্রিম হৃদযন্ত্র রোগীর দেহে প্রতিস্থাপন করা হয়। আমেরিকার দন্তচিকিৎসক বেনি ক্লার্কের শরীরে প্রথম কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপিত হয় ও সফল অস্ত্রোপচার হয়। এরপর ১১২ দিন বেঁচে ছিলেন তিনি।
সংযুক্ত আরব আমিরশাহির ইতিহাসে ২ ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালে দেশ হিসেবে মর্যাদা পায় তাঁরা। ৭টি দেশের সমন্বয়ে গড়ে ওঠে সংযুক্ত রাষ্ট্র আরব। বর্তমানে আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিকে বিশ্বের প্রযুক্তির অন্যতম হাব বলে মনে করা হয়।