ফের বিষমদে মৃত্যু বিহারে। বিষাক্ত মদ খেয়ে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। অসুস্থ আরও ১২ জন।
রবিবার বিহারের সিওয়ান এলাকায় ঘটনাটি ঘটে। পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় এক ব্যক্তিকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে একজনের। মৃত দুই ব্যক্তির নাম জনক প্রসাদ ও নরেশ বিন। অভিযোগ, রবিবার সন্ধ্যা থেকেই দুই ব্যক্তি যন্ত্রণায় কাতরাতে থাকেন। দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ওয়েটিং লিস্ট নিয়ে লাঘব দুশ্চিন্তা, বিশেষ সফটওয়্যার আনছে ভারতীয় রেল
বিষমদে মৃত্যু নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর চাউর হতেই এলাকায় পৌঁছেছে প্রশাসনিক আধিকারিকরা। তদন্ত শুরু করেছে পুলিশ।
কিছুদিন আগেই বিহারের ছপরায় বিষমদের বলি হন প্রায় ৭০ জন। মূলচক্রীকে দিল্লি থেকে গ্রেফতার করে পুলিশ। এবার বিষমদে মৃত্যুতে শিরোনামে বিহারের সিওয়ান।