সংসদের ভিতরে রং বোমা ফাটানোর অভিযোগে ধৃত ২ জনকে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আইনবিশেষজ্ঞদের মত, অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
লোকসভায় জিরো আওয়ার চলাকালীন ওই দুজন গ্যালারি থেকে ঝাঁপ দেন। এবং সঙ্গে থাকা রং বোমা ফাটাতে শুরু করেন। তাঁদেরকে ধরে ফেলেন দুই সাংসদ এবং নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেন তাঁরা। এদিকে ২০০১ সালের একই দিনে সংসদে জঙ্গি হামলার ঘটনা ঘটে। যার জেরে এদিন তীব্র আতঙ্ক ছড়ায়।
এদিকে এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অধীর চৌধুরী। যদিও লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, বিষয়টি নিয়ে চিন্তার কোনও কারণ নেই। দিল্লি পুলিশকে এবিষয়ে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।