প্রত্যেকটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস। ২০ জানুয়ারি, এই দিনটির সঙ্গেও জড়িয়ে অনেক ইতিহাস। রাজনীতি, অর্থনীতি, সামাজিক ক্ষেত্রে ২০ জানুয়ারির গুরুত্ব অনেক।
এদিন ১৯৫৭ সালে ভারত পরমাণবিক শক্তি বানানোর জন্য প্রথম পদক্ষেপ করে। প্রথম পরমাণু রিয়েক্টর অপ্সরার উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ভাবা পরমাণু অনুসন্ধান কেন্দ্রে এই কাজ সম্পন্ন হয়েছিল। এশিয়া ও ভারতের প্রথম নিউক্লিয়ার রিয়্যাক্টর ছিল অপ্সরা।
২০ জানুয়ারির সঙ্গে জড়িয়ে ভারতরত্ন আব্দুল গফফর খান। ৪২ বছর জেলে কাটিয়েছিলেন তিনি। মহাত্মা গান্ধীর দ্বারা অনুপ্রাণিত ছিলেন তিনি। লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় জেলে যান তিনি। দেশ ভাগের পর পাকিস্তানে যান। পাকিস্তান সরকার তাঁকে শত্রু মনে করে দীর্ঘদিন ধরে জেলবন্দি করে রাখে। ১৯৮৮ সালে তাঁকে গৃহবন্দি করা হয়। সেই সময়ই প্রয়াত হন তিনি।
২০০৮ দাদাসাহেব ফালকে পুরস্কার পান সিনেমাটোগ্রাফার বিকে মূর্তি। ১৯৫৭-১৯৬২ সালের মধ্যে গুরুদত্তের অনেক ছবিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছিলেন তিনি। ২০১০ সালে ২০ জানুয়ারি, তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।