আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২৩ মে, মঙ্গলবার থেকেই দেশের ব্যাঙ্ক শাখায় শুরু হচ্ছে নোট বদলের প্রক্রিয়া।
পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্যাঙ্কের মোট ৯০০০ শখা এবং আরবিআই-এর আঞ্চলিক শাখায় ২০০০ টাকার নোট বদলানো যাবে। সর্বোচ্চ ১০টি করে ২০০০ টাকার নোট বদলানো যাবে ব্যাঙ্কে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ সমস্ত ব্যাঙ্কেই নোট বদলের জন্য কোনও নথির প্রয়োজন নেই বলে জানিয়েছে আরবিআই।
ব্যাঙ্কে খুব ভিড় হলে, প্রয়োজনে ২০০০ টাকার নোট বদলের জন্য পৃথক কাউন্টার খোলা যেতে পারে। নোট বদল না করে তা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে চাইলে সেক্ষেত্রে ঊর্ধ্বসীমা নেই। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ২০০০ টাকার নোট যতদিন বৈধ, ততদিন কোনও দোকানদার এই নোট গ্রহণ করতে অস্বীকার করতে পারেন না।