অক্টোবরে শুরু হচ্ছে উৎসবের মরশুম। দুর্গাপুজো, নবরাত্রি, দীপাবলির কারণে এই মরশুমে দেশ জুড়ে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। অক্টোবরের শুরুতেই পুজো শুরু হয়ে যাওয়ায় টানা ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা। যদিও সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে RBI যে তালিকা প্রকাশ করেছে তাতে ছুটির সংখ্যা ১৫টি। আর সব ছুটিতে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক বন্ধ থাকবে এমনটাও নয়।
দেখে নেওয়া যাক অক্টোবরের কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
১ অক্টোবর ষাণ্মাসিক ব্যাঙ্ক বন্ধ। এদিন শুধু গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২ অক্টোবর রবিবার।
৩ অক্টোবর দুর্গাপুজোর অষ্টমীর কারণে কলকাতা, রাঁচি, পাটনা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক
৪ অক্টোবর দুর্গাপুজো নবমী এবং শ্রীমন্ত শংকরদেবের জন্মবার্ষিকী কারণে কলকাতা-সহ আগরতলা, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, কানপুর, কোচি, লখনউ, পাটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫ অক্টোবর বিজয়া দশমী,দশেরা,শ্রীমন্ত শংকরদেবের জন্মোৎসবের কারণে ইম্ফল ছাড়া দেশের সব রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬ অক্টোবর এবং ৭ অক্টোবর শুধুমাত্র গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮ অক্টোবর ফতেহা দোয়াজ দাহামের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে ভোপাল, জম্মু, কোচি, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ।
৮ অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার।
৯ অক্টোবর রবিবার।
১৩ অক্টোবর করওয়া চৌথ এদিন শুধুমাত্র শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ অক্টোবর ফতেহা দোয়াজ দাহামের পরবর্তী শুক্রবার এদিন জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৬ অক্টোবর রবিবার।
১৮ অক্টোবর কাটি বিহু। এই উৎসবের কারণে শুধুমাত্র গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২২ অক্টোবর চতুর্থ শনিবার।
২৩ অক্টোবর রবিবার।
২৪ অক্টোবর কালীপুজো এবং দীপাবলির কারণে গ্যাংটক, ইম্ফল, হায়দরাবাদ ছাড়া সব রাজ্যেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৫ অক্টোবর দীপাবলির কারণে গ্যাংটক, হায়দরাবাদ, ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ অক্টোবর রয়েছে ভাইফোঁটা এদিন আমদাবাদ, বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ অক্টোবর চিত্রগুপ্ত জয়ন্তী। গ্যাংটক, ইম্ফল, কানপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩০ অক্টোবর রবিবার।
৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী এবং ছটপুজো এই উপলক্ষে আমদাবাদ, পাটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
যদিও, মাসের বেশিরভাগ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও সব দিনের জন্য চালু থাকবে অনলাইন পরিষেবা। গ্রাহকরা নিজেদের ব্যঙ্কিংয়ের যাবতীয় কাজ বাড়িতে বসে অনলাইনেই সেরে ফেলতে পারবেন।