অফিসে বসা নিয়ে ঝামেলা। তার জেরেই সহকর্মীকে গুলি চালিয়ে খুনের চেষ্টার অভিযোগ গুরুগ্রামের এক অফিসে। ফিনান্সিয়াল ফার্মের ওই কর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলেই খবর। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। ওই কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে গুরুগ্রাম পুলিশ।
জানা গিয়েছে, ওই ফিনান্সিয়াল ফার্মে কাজ করেন বিশাল ও আমন। মঙ্গলবার অফিসের চেয়ারে বসা নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা বেধে যায়। সেই সময় বাকিদের সাহায্যে ঝামেলা মিটলেও বুধবার ফের একই বিষয়ে ঝামেলা শুরু হয়। এরপর অফিস থেকে বাড়ি ফেরার মুখে বিশালের ওপর চড়াও হয় আমন। গুলি চালিয়েই অভিযুক্ত পালিয়ে যান। খবর পেতেই হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। আহত বিশালকে হাসপাতালে ভর্তি করে খবর দেওয়া হয় পরিবারকে।
আরও পড়ুন- WHO-Covid 19: দেশে ৩০০০ ছাড়াল দৈনিক করোনা সংক্রমণ, উদ্বেগের মাঝেই নয়া নির্দেশিকা WHO-র
আক্রান্তের অভিযোগের ভিত্তিতে আমনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।