প্রত্যেকটি দিনের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস। ২৫ ডিসেম্বর ১৯২৪ সালে জন্মগ্রহণ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৬ সালে মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হন। ১৯৯৮ সালে ১৩ মাসের সরকারে প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত প্রথম পূর্ণ সময় প্রধানমন্ত্রী হন অটল বিহারী বাজপেয়ী। রাজনীতির পাশাপাশি তাঁর কবিতাও সমান জনপ্রিয় ছিল। ১৯৫৭ সালে তিনি প্রথম বলরামপুর থেকে সাংসদ নির্বাচিত হন। প্রথমবার রাষ্ট্রসঙ্ঘে হিন্দিতে ভাষণ দেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ১৬ অগাস্ট, ২০১৮ সালে প্রয়াত হন তিনি।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সমাজ সংস্কারক পণ্ডিত মদন মোহন মালব্যেরও জন্মদিবস ১৮৬১ সালের ২৫ ডিসেম্বর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তিনি। ১৯১৫ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি। বলা হয়, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সবার কাছে চাঁদা তুলেছিলেন পণ্ডিত মদন মোহন মালব্য।
১৯৭৭ সালের ২৫ ডিসেম্বর। বিদায় নেন কিংবদন্তি অভিনেতা চার্লি চ্যাপলিন। নির্বাক চলচ্চিত্রের দুনিয়া ও চলচ্চিত্র জগতে চার্লি চ্যাপলিনের অবদান অনস্বীকার্য। জীবনকে দূর থেকে দেখলে কমেডি, আর কাছে থেকে দেখলে তা ট্র্য়াজেডি। চ্যাপলিনেই এই লাইন এখনও প্রাসঙ্গিক। তাঁর অভিনয় প্রতিভা আজও অনাবিল আনন্দ দেয় আট থেকে আশিকে।