দাউদের খোঁজে ২৫ লাখ। এক বিবৃতিতে এই ইনাম ঘোষণা করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। বৃহস্পতিবার প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়েছে, দাউদ-সহ ডি কোম্পানির বাকিদের ব্যাপারে খোঁজ দিতে পারলেও মিলবে মোটা টাকার পুরস্কার। এনআইএ’র তরফে জানানো হয়েছে, দাউদ ইব্রাহিমের খোঁজ দিতে পারলে পাওয়া যাবে ২৫ লাখ টাকা। টাইগার মেমনের জন্য ঘোষণা করা হয়েছে ২০ লক্ষ টাকা। পাশাপাশি জাভেদ চিকনা ও আনিস ইব্রাহিমের খোঁজ দিলে দেওয়া হবে ১৫ লক্ষ টাকা।
দাউদ ইব্রাহিম কোথায় ? ফিবছরই তার খোঁজ চলে। কখনও করাচি বা কখনও দুবাই। উঠে আসে এই দুটি জায়গার নাম। ১৯৯৩ সালে বোম্বে বিস্ফোরণের পর থেকে দাউদের খোঁজেই আছেন ভারতের গোয়েন্দারা। এনআইএ একটি বিবৃতিতে জানিয়েছে, দাউদ ও তার সঙ্গীরা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ এবং আল কায়েদা সঙ্গে সক্রিয় সহযোগিতায় কাজ করেছে।
গোয়েন্দাদের দাবি, একটি স্পেশাল ইউনিট তৈরি করে ভারতে বিস্ফোরক, অস্ত্র, জাল নোট ও ড্রাগ পাচার করার কাজ চালিয়ে যাচ্ছে ডি কোম্পানি। শুধু তাই নয়, জইশ, আল কায়দা ও লস্করের মতো জঙ্গি গোষ্ঠীগুলির স্লিপার সেলকে কাজে লাগিয়ে দেশের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীকে খুন করারও চক্রান্ত করছে দাউদ, এমন খবরও রয়েছে গোয়েন্দাদের কাছে।