প্রবল বর্ষণে বানভাসি সিকিমের বিস্তীর্ণ এলাকা। বিপর্যয় মোকাবিলা দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ২৬ জন এবং এখনও পর্যন্ত ১৪২ জন নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।
হড়পা বানে বিধ্বস্ত সিকিমের চুংথাং, রংপো, মানগান সহ একাধিক অঞ্চল। এখনও পর্যন্ত প্রায় কয়েক হাজার পর্যটক সেখানে আটকে রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী ১৮ টি ত্রাণ শিবির খোলা হয়েছে।
Read More- সিকিমে বিপর্যয়, ১৬ হাজার ফিট উঁচুতে আটকে পড়া ৬৮ জনকে উদ্ধার আইটিবিপির
মেঘভাঙা বৃষ্টিতে উত্তর সিকিমের লোনক হ্রদে ফাটল তৈরি হয়। পাহাড়ি এলাকার দু-কূল ভেসে যায়। সর্বপ্রথম স্থানীয় একটি সেনা ছাউনির ২৩ জন জওয়ানের ভেসে যাওয়ার খবর পাওয়া যায়। সিকিমের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।