ইতিহাসের পাতায় ২৯ সেপ্টেম্বরের গুরুত্ব অনেকটাই। আজকের দিনে কী কী ঘটেছিল। জেনে নেওয়া যাক, এই দিন ভারতের কোন ইতিহাস জড়িয়ে।
২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর। ভারতীয় সেনা পাকিস্তানকে জবাব দিয়েছিল। উরি সেনা হামলার ঘটনায় পাকিস্তানে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত। ১৮ সেপ্টেম্বর, জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে সন্ত্রাসবাদীদের বিস্ফোরণে মৃত্যু হয় ১৮ জওয়ানের।
ভারতের ইতিহাস তথা বাংলার খেলার জগতের ইতিহাসে ২৯ সেপ্টেম্বরের গুরুত্ব অনেক। ১৯৫৯ সালে ২৯ সেপ্টেম্বর এই দিন ১৮ বছর বয়সে ইংলিশ চ্যানেল পার করেন বাঙালি অ্যাথলেট আরতি সাহা। এশিয়ার প্রথম মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন আরতী। দেশ-বিদেশে তাঁর নাম হয়ে যায়, 'ভারতের জলপরী'।
২৯ সেপ্টেম্বর ভারতের চলচ্চিত্র ইতিহাসের জন্য়ও প্রসিদ্ধ। ১৯৩২ সালে ২৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা মেহমুদ আলি। ভূত বাংলো, বোম্বে টু গোয়া, গুমনামের মতো ছবির জন্য এখনও তাঁকে মনে করে সিনেজগত।