১৮ বছরের এক কিশোরীকে একবছর ধরে গণধর্ষণের অভিযোগে আটক ৩ পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ার জেলায়। জেলার পুলিশ সুপার আনন্দ শর্মা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শনিবার রাতে তাঁদের কাছে অভিযোগ জমা পড়ে। ওই কিশোরীর অভিযোগ, পুলিশে অভিযোগ লেখাতে গেলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় তাঁর ভাইকে।
জেলার রাজগড়ের তিন থানায় পোস্টিং ছিল তিন অভিযুক্ত কনস্টেবলের। পকসো-সহ গণধর্ষণের ধারায় তাঁদের বিরুদ্ধে রাইনি পুলিশ স্টেশনে মামলা রুজু করা হয়েছে। তাদের পোস্টিং থেকেও ইতিমধ্যেই অপসারিত করা হয়েছে তাঁদের।
পুলিশ সুপার জানিয়েছেন, ওই কিশোরী তাঁর মায়ের সঙ্গে অভিযোগ জানাতে এসেছিলেন। অভিযোগে ওই কিশোরী জানিয়েছেন, গতবছর নভেম্বর তাঁকে প্রথম ধর্ষণ করা হয়েছিল। তখন নাবালিকা ছিল। তাই পকসো ধারায় যোগ হয়েছে অভিযুক্ত কনস্টেবলদের বিরুদ্ধে।