প্রত্যেকটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে নানা ইতিহাস। কখনও ভাল ঘটনা, কখনও বা আবার ভয়ঙ্কর দুর্ঘটনা ইতিহাসের পাতায় স্থান করে নেয়। ১৯৮৪ সালে দেশ ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হয়েছিল। ভোপালে কীটনাশক সংস্থা ইউনাইটেড কার্বাইডের কারখানা থেকে বিষ গ্যাস লিক করেছিল। ওই দুর্ঘটনায় কয়েক হাজার লোকের মৃত্যু হয়।
এই দিন ভারতীয় নারীদের অন্যতম গর্বের দিন। ১৮২৯ সালে ব্রিটিশ শাসন চলাকালীন সতীদাহ প্রথা বন্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিক। রাজা রামমোহন রায়, ব্রাহ্ম সমাজের মতো বেশ কিছু সংগঠন কলকাতায় সতীদাহ প্রথা রদ নিয়ে আন্দোলন শুরু করেন। এরপরই এই নির্মম প্রথাকে আইন এনে বন্ধ করে দেয় ব্রিটিশ সরকার।
৩ ডিসেম্বরের সঙ্গে জড়িয়ে হকির জাদুগর ধ্যানচাঁদের নাম। ১৯৭৯ সালে এই দিনই ইতলোক ত্যাগ করেন তিনি। ১৯০৫ সালে এলাহাবাদে জন্মগ্রহণ করেন তিনি। ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ অলিম্পিকে দেশকে নেতৃত্ব দেন তিনি। তিনবারই ভারত সোনা জিতেছিল হকিতে।