ত্রিপুরার পর ওড়িশা। রথের চুড়োয় বিদ্যুতের তার স্পর্শ করে তড়িদাহত হয়ে মৃত্যু ৩ জনের। বুধবার ওড়িশার দুটি পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মোট ৩ জনের। পুরীতে জগন্নাথদেবের রথ টানতে গিয়েও দড়ি ছিঁড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার উল্টোরথ উপলক্ষে দেশের নানা প্রান্তে রথ টানা হয়। ওড়িশার কেওনঝাড় ও কোরাপুট জেলায় পৃথক দুটি দুর্ঘটনার খবর পাওয়া যায়। কেওনঝড়ে রথের চুড়ো রাস্তার বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে রথের মধ্যে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। ঘটনায় দুজন আহতও হয়েছেন। কোরাপুটে রথ টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ২২ বছরের এক যুবকের।
ত্রিপুরায় রথযাত্রায় বুধবার সাতজনের মৃত্যু হয়েছে। রথের চূড়া একটি বিদ্যুতের তারে স্পর্শ করলে সেটিতে আগুন লেগে যায়। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মৃতদের মধ্যে ৪ জন মহিলা ও ৩ জন শিশু ছিলেন। গুরুতর জখম হন ১৬ জন।