দেশে (India) বেড়েই চলেছে করোনা (Coronavirus) সংক্রমণ । শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন । যা বৃহস্পতিবারের তুলনায় ৯ শতাংশ বেশি । মৃতের (Covid Death) সংখ্যাও বেড়েছে অনেকটাই । গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭০৩ জনের । দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর (Active Covid Cases) সংখ্যা ২০ লাখ ১৮ হাজার ৮২৫ ।
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৮৫ লক্ষ ৬৬ হাজার ২৭ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৮ হাজার ৩৯৬ জনের মৃত্যু হয়েছে । দৈনিক পজিটিভিটি রেট (Positivity Rate) বেড়ে হয়েছে ১৭.৯৪ শতাংশ ।
আরও পড়ুন, Covid-19 Vaccination: ১৫ ঊর্ধ্বদের টিকাকরণে দেশে 'লাস্ট বয়' বাংলা, দাবি কেন্দ্রের
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৫১ হাজার ৭৭৭ । এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৮০৬ জন ।
এদিকে, দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৬৯২ । বৃহস্পতিবারের তুলনায় যা ৪.৩৬ শতাংশ বেশি ।