ছত্তীশগড়ে ফের মাওবাদী হামলা। ঘটনার জেরে ৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৪ জন জওয়ান। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কোথায় হামলা?
জানা গিয়েছে, মঙ্গলবার বস্তার ডিভিশনের বিজাপুর জেলার একটি গ্রামে শিবির করেছিলেন CRPF জওয়ানরা। এদিনই বিকালে আচমকা সেখানে হামলা চালায় মাওবাদীরা। সেই সময় ওই শিবিরে কোবরা বাহিনীর জওয়ানরা ছাড়াও স্পেশাল টাস্ক ফোর্স এবং রিজার্ভ গার্ডের সদস্যরা ছিলেন।
কী জানিয়েছেন IG
ছত্তীশগড় পুলিশের IG সুন্দররাজ জানান, টহলদারি শেষ করে জওয়ানরা শিবিরে আশ্রয় নিয়েছিলেন। সেইসময়ই হামলা চালানো হয়। পালটা জবাব দেয় সেনাবাহিনী।
Read More- INDIA জোটে আরও জট, আলোচনা ছাড়াই ১৬ কেন্দ্রে প্রার্থী ঘোষণা সমাজবাদী পার্টির!
এদিকে হামলা চালানোর পর আহত জওয়ানদের হেলিকপ্টারে করে রায়পুর নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।