ভোট মিটতেই বাড়ল করের বোঝা। দেশ জুড়ে বাড়ানো হল টোল ট্যাক্স। সোমবার, ৩ জুন থেকেই এই বর্ধিত কর চালু করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল হাইওয়েজ অথারিটি অব ইন্ডিয়া। সোমবার থেকে কর বেড়ে যাওয়ার ফলে গাড়ি, বাস, ট্রাকের যাতায়াতের খরচ আরও বেড়ে গেল।
NHAI-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার থেকে ৩ থেকে ৫ শতাংশ অতিরিক্ত টোল ট্যাক্স দিতে হবে। মূলত মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। আজ থেকেই দেশের ১১০০টি টোলপ্লাজায় এই কর কার্যকর করা হবে। এর ফলে গড়ে ১২৫ টাকা অতিরিক্ত টোল ট্যাক্স দিতে হবে।
NHAI-এর তরফে আরও জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসেই টোল ট্য়াক্স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু লোকসভা নির্বাচনের কারণে দেশজুড়ে আদর্শ আচরণবিধি লাগু থাকায় তা কার্যকর করা সম্ভব হয়নি। তাই ভোট মিটতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।