লোকসভায় রং-বোমার প্রতিবাদ। তার জেরে সোমবার বিরোধী শিবিরের কমপক্ষে ৩৩ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তালিকায় রয়েছেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী-সহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েক জন সাংসদ। এদিন লোকসভায় ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় হট্টোগোলের অভিযোগ ওঠে বিরোধীদের বিরুদ্ধে। ২২ ডিসেম্বর শেষ হবে সংসদে শীত অধিবেশন। ওই দিন পর্যন্ত সাসপেন্ড থাকবেন সাংসদরা।
এদিন লোকসভায় ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় সংসদের নিরাপত্তার দাবিতে ফের সরব হন বিরোধীরা। তাঁদের থামতে অনুরোধ করেন স্পিকার ওম বিড়লা। তার পরেও পরিস্থিতি তপ্ত হওয়ায় অধীর-সহ সাংসদের সাসপেন্ড করেন স্পিকার। ২২ ডিসেম্বর পর্যন্ত সাসপেন্ড থাকবেন তাঁরা।
এদিন সভার শুরুতেই সরকারের তরফে টেলিকম বিল লোকসভায় পেশের জন্য আনা হয়। বিরোধীরা অভিযোগ করে, এই বিল পাস হলে জাতীয় নিরাপত্তায় বিঘ্ন হতে পারে। কারণ, ব্রিটিশ আমলের নিয়মের বদল করে নতুন ভাবে শুরু করা হবে টেলিকমকে। বিল পেশ করেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং টেলিযোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।
এই বিলের একাধিক ধারা নিয়ে আপত্তি তোলা হয়েছে। বিরোধীদের অভিযোগ, জাতীয় নিরাপত্তার অজুহাতে টেলিযোগাযোগের সব ক্ষমতাই থাকবে কেন্দ্রের হাতে। এমনকী, বিলের খসড়ায় ইন্টারনেট নির্ভর ফোন এবং মেসেজকেও টেলি যোগাযোগের মধ্যে আনা হয়েছে।