ট্রেন দুর্ঘটনার জেরে শনিবার বিকেল সাড়ে চারটে পর্যন্ত বাংলার ৩১ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। রাজ্য সরকার এই খবর জানিয়েছে। এছাড়াও আহতের সংখ্যা ৫৪৪। তাঁদের মধ্যে ২৫জনকে ওড়িশার হাসপাতালে এবং ১১ জনকে এরাজ্যের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবান্ন থেকে জানানো হয়েছে, বালেশ্বর রেল দুর্ঘটনায় আহদের চিকিৎসার জন্য শনিবার দুপুর ১২টা পর্যন্ত মোট ৭০টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। দুর্ঘটনাস্থলে গিয়েছেন ৩৪জন চিকিৎসক। এছাড়াও আহত যাত্রীদের ফিরিয়ে আনতে ১০টি বাস পাঠিয়েছে রাজ্য সরকার। সঙ্গে ২০টি মিনি ট্রাকে করে চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে।
বালেশ্বরের দুর্ঘটনাস্থলে শনিবার দুপুরেই গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুর্ঘটনাস্থল ঘুরে দেখে হাসপাতালে যান। আহতদের সঙ্গে দেখা করার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখেন।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করা হয়েছে। রেলের আধিকারিকদের তৈরি করা ওই রিপোর্ট অনুযায়ী ভুল সিগন্যালের কারণেই দুর্ঘটনা ঘটেছে।