২০০৮ সালের আহমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণ (2008 Ahmedabad Serial Blast) মামলায় অভিযুক্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনের মৃত্যুদণ্ডের (Death Penalty) নির্দেশ দিল আদালত। ১১ জনকে যাবজ্জীবনের (Life Imprisonment) নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা ও UAPA আইনে এই সাজা ঘোষণা করা হয়।
বিশেষ আদালতের বিচারপতি এ আর প্যাটেল (AR Patel) সাজা ঘোষণার সময় জানান, ধারাবাহিত বিস্ফোরণে যাদের মৃত্যু হয়েছিল, তাদের পরিবারের লোকজনকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।
২০০৮ সালের ২৬ জুলাই। একের পর এক ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে আমেদাবাদ। ১ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে ২০টি জায়গায় বিস্ফোরণ হয়। প্রাণ হারান ৫৬ জন। আহত হন ২৪০ জনের বেশি। এই ধারাবাহিক বিস্ফোরণের দায়স্বীকার করেন জঙ্গিগোষ্ঠী হরকত-উল-জিহান্দ-আল-ইসলামি। পরে জানা যায়, সুরাটেও ৪০টির বেশি বিস্ফোরণ ঘটানোর ছক ছিল জঙ্গিগোষ্ঠীর।
আরও পড়ুন: টেক সাপোর্টের নাম করে বিদেশি নাগরিকদের প্রতারণা, সল্টলেক থেকে গ্রেফতার ১৬
দেশে এর আগে একসঙ্গে এতজনের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয়নি। রাজীব গান্ধী হত্যা মামলায় ২৬ জনের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত। এবার ধারাবাহিক বিস্ফোরণ কাণ্ডে একসঙ্গে ৩৮ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়।