প্রত্যেকটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস। ৪ ডিসেম্বরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে ভারতীয় নৌসেনার গর্বের মুহূর্ত। এদিন দেশজুড়ে পালিত হয় নৌসেনা দিবস। ১৯৭১ সালে এদিনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অপারেশন ট্রাইডেন্ট শুরু করেছিল ভারতীয় নৌসেনা। এরই বর্ষপূর্তি হিসেবে এদিন পালিত হয় জাতীয় নৌসেনা দিবস।
৪ ডিসেম্বরের সঙ্গে জুড়ে লন্ডনের ইতিহাসও। এদিন ১৯৫২ সালে ইংল্যান্ডের রাজধানী ধোঁয়ায় ভরে গিয়েছিল। এই ধোঁয়ায় শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। দুর্ঘটনায় মৃত্যু হয় ৪০০০ লন্ডন নিবাসীর। এই ঘটনা ইতিহাসে লন্ডন স্মোগ নামে পরিচিত।
আজকের ইতিহাসের সঙ্গে জড়িয়ে নাসা। আমেরিকার স্পেস সেন্টার ১৯৯৬ সালের ৪ ডিসেম্বর মার্স পাথফাইন্ডার মিশনের সূচনা করে। এদিন থেকেই মঙ্গল অভিযানের স্ট্র্যাটেজি শুরু করে নাসা। মঙ্গলের জলের অস্তিত্ব আছে কিনা, কোনও প্রাণী বসবাস করে কিনা, তা নিয়ে গবেষণা শুরু করেছিল নাসা।