ওয়ো রুমে কী করছেন দম্পতি? তাঁদের ওই গোপন মুহূর্ত ক্যামেরাবন্দি করে চলত ব্ল্যাকমেল। এমনকি দম্পতির থেকে মোটা টাকাও নেওয়া হত। এমনই গুরুতর অভিযোগে উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার ৪।
পুলিশ সূত্রের খবর, সাধারণের ছদ্মবেশে ঘর ভাড়া নিত অভিযুক্তরা। তারপর সেই ঘরের কোণে কোণে বসিয়ে দিত ক্যামেরা। পরে ওই ঘর অন্যদের ভাড়া দিলে ক্যামেরায় বন্দি হয়ে থাকত গোপন মুহূর্তের ছবি। পড়ে গিয়ে খুলে আনা হত ওই ক্যামেরা। এরপর রেকর্ড হয়ে থাকা ভিডিয়ো দেখিয়ে চলত ব্ল্যাকমেল। ভয় দেখিয়ে মোটা টাকা আদায় করা হত বিভিন্ন দম্পতির থেকে।
ঘটনায় অভিযুক্ত বিষ্ণু সিং, আব্দুল ওয়াহাব, পঙ্কজ কুমার এবং অনুরাগকুমার সিংকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক জালিয়াতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের থেকে ১১টি ল্যাপটপ, ২১টি মোবাইল ফোন, ২২টি এটিএম কার্ড উদ্ধার হয়েছে।
এই চক্রের আরও এক সদস্য এখনও পলাতক। পুলিশের সন্দেহ, এমন একাধিক চক্র ছড়িয়ে রয়েছে দেশে। তবে, প্রাথমিক তদন্তে পুলিশ মনের করছে এতে হোটেলের কোনও যোগ নেই।