জঙ্গি হামলায় মৃত্যু ৫ ভারতীয় জওয়ানের। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে ঘটনাটি নিয়ে ধন্দ ছিল। পরে ভারতীয় সেনার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সেনার গাড়ির উপর গ্রেনেড হামলা হয়েছে। তাতেই মৃত্যু ৫ সেনাকর্মীর।
সেনার নর্দার্ন কম্যান্ডের দফতরের বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। রাজৌরি সেক্টরের পুঞ্চে যাচ্ছিল। ভারী বৃষ্টির সুযোগ নেয় জঙ্গিরা। গ্রেনেড হামলার জেরে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। একজন আহত হয়েছে। দ্রুত তাঁকে উদ্ধার করা হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্রের খবর, জঙ্গি হামলার মৃত সেনাকর্মীরা রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সদস্য ছিলেন। জঙ্গি মোকাবিলায় পাঠানো হচ্ছিল তাঁদের। এর মাঝেই এই দুর্ঘটনা।