বুধবার থেকেই মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বান, জোড়া বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম। এ রাজ্যের বহু পর্যটক আটকে পড়েছেন সিকিমে। ঝাড়গ্রামের একই পরিবারের ৫ জন নিখোঁজ বুধবার থেকেই। চিন্তায় নাওয়া খাওয়া ভুলেছেন পরিবারের বাকিরা।
অক্টোবর মাসের ১ তারিখ ঝাড়গ্রাম থেকে সিকিমে বেড়াতে যান গাইঘাটা এলাকার বাসিন্দা শুভদীপ রথ, তার স্ত্রী সুপ্রিয়া রথ,অপূর্ব রথ ও তার স্ত্রী নীলা রথ এবং অর্নেশ রথ। সিকিম থেকে গ্যাংটক হয়ে তাঁরা লাচুং গিয়েছিলেন। কিন্তু, কে জানত সেখানেই তাঁদের জন্য অপেক্ষা করছে বড় বিপদ। তিন তারিখ রাতের পর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। সকলের মোবাইল ফোন বন্ধ থাকায় বাড়ছে চিন্তা। চিন্তায় শুভদীপবাবুর বাবা অরুন কুমার রথ। কপালে হাত পড়েছে মা অলকা দেবীরও। ইতিমধ্য়েই তাঁরা বিষয়টি সেনাবাহিনী ও পর্যটন বিভাগের হেল্পলাইনে জানিয়েছেন।
বীরভূমের ইলামবাজারের ভগবতী বাজার এলাকায় একই পরিবারের ৮ জন নিখোঁজ সিকিমে।