কানওয়ার যাত্রার শেষ দিনে উত্তরপ্রদেশের মিরাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জখম আরও জনা চল্লিশ। পুলিশ জানিয়েছে, ডিজে বক্সের তালে একসময় নাচছিলেন শিবভক্তরা। ওই বক্সের মাথায় খুলে পড়ে ১১ হাজার ওয়াটের তার। তাতেই ঘটনাস্থলে পাঁচ জনের মৃত্যু হয়। স্থানীয় ভবনপুর এলাকার রলি চৌহান গ্রামের উপর দিয়ে গিয়েছে ১১ হাজার ওয়াটের এই লাইন। হরিদ্বার থেকে জল তুলে ওই গ্রামের পথ দিয়েই ডিজের সুরে নাচছিলেন শিবভক্তরা।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে গ্রামের লোকেরাই উদ্ধারের কাজ শুরু করে। মোট দশ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, অন্তত পাঁচ জনের মৃত্যু হয় চিকিৎসা শুরু করার আগেই। পাঁচ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। তাঁরা ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন। এ ছাড়াও তড়িদাহত হয়েছেন আরও বেশ কয়েক জন তীর্থযাত্রী।
পুলিশের দাবি, যে ভাবে ডিজে বাজছিল প্রাথমিক ভাবে কী হয়েছে, তা বোঝাই যায়নি। কিন্তু আগুন জ্বলতে শুরু করলে স্থানীয়রা দৌড়ে আসেন। দেখা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ঝলসে যান অনেক তীর্থযাত্রী।