ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে চেন্নাইয়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আর তার জেরে ৫ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, চেন্নাইয়ের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে মৃত্যু হয়েছে দুজনের এবং গাছ পড়ে মৃত্যু হয়েছে একজনের। এর পাশাপাশি পুলিশের তরফে জানানো হয়েছে, রাস্তার ধার থেকে এক বৃদ্ধ ও এক বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়েছে।
মিগজাউমের জেরে তামিলনাড়ুর একাধিক অঞ্চলে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে। ইতিমধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মিগজাউম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দুপুরে অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে সেটি। সেসময় তার গতিবেগ থাকতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার। মিগজাউমের প্রভাব পড়তে পারে এরাজ্যের একাধিক জেলায়।