ভূমিকম্পে (Earth Quake) কেঁপে উঠল উত্তর ভারতের একাধিক রাজ্য। মঙ্গলবার দিল্লি-এনসিআরেও (Delhi-NCR) ভূকম্পন অনুভূত হয়। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল। পরপর দুটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে একটি ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৬, দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২ ম্যাগনিটিউড।
মঙ্গলবার দুপুর ২টো ৫১ মিনিটে হঠাৎ কেঁপে ওঠে দিল্লি ও পাশ্ববর্তী অঞ্চল। স্থানীয়রা অফিস ও বাড়ি থেকে ভয়ে বেরিয়ে আসেন। একবার নয়, দুবার এই কম্পন অনূভূত হয়েছে। দিল্লি ছাড়াও, নয়ডা, ফরিদাবাদ, গাজিয়াবাদেও ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হয় উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের একাধিক স্থানে।
আরও পড়ুন: মঙ্গলে যন্তর মন্তরে ফের অবস্থান তৃণমূল কংগ্রেসের, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ