বুধবার সন্ধে নাগাদ চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান ৩। তার পর থেকে কার্যত উৎসব শুরু হয়েছে ISRO-র দফতরে। জানা গিয়েছে চন্দ্রযান ৩ মিশনে যুক্ত ছিলেন বাংলার ৬ বিজ্ঞানী। সফল ল্যান্ডিংয়ের পর উচ্ছ্বসিত তাঁদের পরিবারও। এখনও পর্যন্ত জানা গিয়েছে, চন্দ্রযান ৩ মিশনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, বিজয় দাই, সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কৃশাণু নন্দী, তুষারকান্তি দাস, অনুজ নন্দী এবং কৌশিক নাগ।
জানা গিয়েছে, বাঙালি বিজ্ঞানীদের মধ্যে কারোর দায়িত্ব ছিল সফল ভাবে অবতরণ, কারোর আবার তাপমাত্রা নিয়নন্ত্র। কেউ আবার অপারেশন ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। দীর্ঘ কয়েক মাস ধরে নাওয়া-খাওয়া ভুলে পরিশ্রম করে চলেছেন তাঁরা। তবে চন্দ্রযানের সফল ল্যান্ডিংয়ের পর অনেকেই স্বস্তিতে।
বাদুড়িয়ার বাসিন্দা জয়ন্ত পাল বারাসত ইঞ্জিয়ারিং কলেজ থেকে পাশ করে IIT থেকে মাস্টার্স এবং পি এই ডি করেন। তারপর যোগ দেন ISRO-তে। অন্যদিকে যাদবপুর থেকে পাশ করে সেখানে কাজ করছেন বীরভূমের বিজয় রাই এবং বাঁকুড়ার কৃশাণু নন্দী। এছাড়াও ওই টিমে রয়েছেন মুর্শিদাবাদের বেলডাঙার বড়ুয়া কলোনির বাসিন্দা তুষার কান্তি দাস।
ছেলের সফলতায় খুশি বিজয় দাইয়ের বাবা। তিনি জানান, খুব কষ্ট করে বিজয়কে মানুষ করা হয়েছে। ছোটো থেকেই পড়াশোনায় ভালো ছিল। চন্দ্রযানের কোর টিমের সদস্য হিসেবে চন্দ্রযান মিশনে অংশগ্রহণ করায় খুব খুশি তিনি।