উল্টোরথের দিন মর্মান্তিক দুর্ঘটনা। ত্রিপুরায় রথযাত্রার (Rath Yatra in Tripura) সময় তড়িদাহত হয়ে মৃত্যু ৬ জনের। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার কুমারঘাট ব্লকের চৌমুহনীতে। মৃত ৬ জনের মধ্যে ২ জন শিশুও আছে। ৮ জনকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, আসাম-আগরতলা জাতীয় সড়কে ১৩৩ কিলোভোল্টেজ বিদ্যুতের তারের সঙ্গে লোহার কাঠামোর রথের সংষ্পর্শ হয়। এরপরই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, কুমারঘাট ইস্কনের রথযাত্রার সময় ঘটনাটি ঘটে। মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা জানিয়েছেন, চিকিৎসকরা এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: অপারেশেন থিয়েটারে হিজাবের বিকল্প পোশাক, অধ্যক্ষকে চিঠি লিখে আবেদন ৭ মেডিকেল পড়ুয়ার
ঘটনায় শোকপ্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।