গুজরাটের কচ্ছতে যৌথ অপারেশন চালিয়ে উদ্ধার ৪০ কেজি হেরোইন। যার বাজার দর আনুমানিক ২০০ কোটি টাকা। একটি মাছ ধরার নৌকায় যৌথতল্লাশি চালায় গুজরাটের জঙ্গিদমন শাখা ও উপকূলরক্ষী বাহিনী। এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ওই নৌকা থেকে ৬ জন পাকিস্তানি নাগরিককে আটক করেছে জঙ্গিদমন শাখা।
জঙ্গিদমন শাখার এক আধিকারিক বলেন, "গুজরাট বন্দরে হেরোইন নামানোর পর তা সড়কপথে পঞ্জাবে নিয়ে যাওয়ার 'টিপ' ছিল। খবর পেয়ে ওই পাকিস্তানি বোটে তল্লাশি চালানো হয়। ৬ পাকিস্তানি নাগরিক ৪০ কেজি হেরোইন-সহ ধরা পড়েছে।" জঙ্গিদমন শাখা ও উপকূলরক্ষী বাহিনী ওই বোটটি বাজেয়াপ্ত করেছে।
গুজরাটের জঙ্গিদমন শাখা ও উপকূলরক্ষী বাহিনী এর আগেও গুজরাটের উপকূলে যৌথতল্লাশি চালিয়ে আন্তর্জাতিক ড্রাগপাচার চক্রের সন্ধান পেয়েছে। গুজরাটের কচ্ছ উপকূলের মাধ্যমে ভারতে মাদকপাচার করার জন্য ব্যবহার করে পাকিস্তান সহ একাধিক দেশ।