নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সাত রাজ্যে ১৪টি বিয়ে ! অবশেষে সোমবার ভুবনেশ্বর (Bhubaneswar) থেকে পুলিশের জালে ধরা পড়ল ৬০ বছরের বৃদ্ধ ।
অভিযুক্ত ওড়িশার (Odisha) কেন্দ্রাপড়ার পাতকুড়া থানা এলাকার বাসিন্দা । ৪৮ বছরে দিল্লি, পঞ্জাব, অসম, ঝাড়খণ্ড এবং ওড়িশা-সহ সাত রাজ্যে ১৪টি বিয়ে করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । এমনকী, বিয়ে করার কয়েকদিন পর সুযোগ বুঝে স্ত্রীদের কাছে থেকে টাকা নিয়ে চম্পট দিত । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বৃদ্ধ ।
অভিযুক্তের প্রথম শিকার ১৯৮২ সালে । ওই বছরে এক মহিলাকে বিয়ে করেন তিনি । দ্বিতীয় বিয়ে করেন ২০০২ সালে । ভুবনেশ্বরের ডেপুটি পুলিশ কমিশনার ঊমাশঙ্কর দাশ জানিয়েছেন, প্রথম এবং দ্বিতীয় পক্ষের স্ত্রীর মোট পাঁচ সন্তান । ২০০২ থেকে ২০২০-র মধ্যে বিবাহ-সম্পর্কিত ওয়েবসাইটে গিয়ে নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে মহিলাদের সঙ্গে আলাপ জমাত । তাঁদের বিশ্বাস অর্জন করার পর তারপর বিয়ে করত । শিকার হিসেবে বেছে নিতেন মূলত মাঝবয়সি অবিবাহিত মহিলা, ডিভোর্সিদের । তাঁদের কেউ আইনজীবী, কেউ চিকিৎসক, নার্স কেউ আবার উচ্চশিক্ষিত মহিলা ।
আরও পড়ুন, Kerala Tourism : হানিমুন প্ল্যান করছেন ? বিনামূল্যে কেরালায় মধুচন্দ্রিমা যাপনের সুযোগ দিচ্ছে সরকার
ওই অভিযুক্ত তার শেষ স্ত্রীর সঙ্গে ওড়িশার রাজধানীতে থাকত । তার শেষ স্ত্রী দিল্লির একটি স্কুলের শিক্ষিকা । পুলিশ জানিয়েছে, গত জুলাইয়ে এক শিক্ষিকা ভুবনেশ্বরে মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ ছিল, এক ব্যক্তি তাঁকে ২০১৮-য় দিল্লিতে বিয়ে করে ভুবনেশ্বরে নিয়ে আসেন । ওই ব্যক্তির আগে বেশ কয়েকটি বিয়ে রয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি । সেই ঘটনার তদন্তে নেমেই সোমবার ভাড়া বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।
অভিযুক্তের কাছ থেকে ১১টি এটিএম কার্ড, চারটি আধার কার্ড এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ । তার বিরুদ্ধে যুবকদের চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ রয়েছে । এই অভিযোগে আগে গ্রেফতারও হয়েছিলেন তিনি ।