মুম্বই থেকে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজ জাহাজের ৬৬ জন যাত্রীই করোনায় আক্রান্ত। ওই জাহাজে প্রায় ২০০০ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৬৬ জনই সংক্রমিত বলে জানান গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণে। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে যাত্রীদের নামতে দেওয়া হবে কি না।
প্রসঙ্গত, এই কর্ডেলিয়া ক্রুজের রেভ পার্টি থেকেই গত বছর গ্রেফতার করা হয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খানকে। সেই নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ।
এদিকে সোমবার গোয়ায় ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত চার জনের হদিশ পাওয়া যায়। এই চার জনের মধ্যে একজন গোয়ারই। যাঁর কোনও ট্রাভেল হিস্ট্রি নেই। অর্থাৎ তিনি গোয়াতেই সংক্রমিত হয়েছেন। তাই এনিয়ে আর পরীক্ষার প্রয়োজন আছে বলে জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।